আগামী ১১ আগস্ট ২০২৫ হতে ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আপনার শিক্ষা প্রতিষ্ঠানের GIS Mapping জরিপ কার্যক্রম চলবে। উক্ত সময়ের মধ্যে ব্যানবেইস কর্তৃক নিয়োজিত তথ্য সংগ্রহকারী আপনার প্রতিষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে সংযুক্ত প্রশ্নমালার তথ্য সংগ্রহ করবেন এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে তথ্য/ ডাটা ইনপুট দিবেন। কাজের সুবিধার্থে সংযুক্ত প্রশ্নমালার তথ্য আগে থেকেই পূরন করে রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তথ্য সংগ্রহকারীকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পবা উপজেলাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। অনুরোধক্রমে- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পবা, রাজশাহী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস