গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়
পবা, রাজশাহী।
seo.paba.rajshahi.gov.bd
নাগরিক সনদ (Citizen Charter)
১। ভিশন ও মিশন :
ভিশন : সবার জন্য মানসম্মত শিক্ষা ।
মিশন : আধুনিক প্রযুক্তি নির্ভর, সমতা ভিত্তিক, নৈতিকতাসমৃদ্ধ ও দেশপ্রেমিক দক্ষ জনশক্তি তৈরি ।
২। সেবা প্রদান প্রতিশ্রুতি :
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তি স্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিকল্প কর্মকতার নাম পদবী , মোবাইল নম্বর ও ই-মেইল |
১. |
যে কোন নাগরিককে বিদ্যালয়/কলেজ/মাদ্রাসা সম্পর্কিত তথ্য প্রদান |
নাগরিকের মৌখিক অথবা লিখিতভাবে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়/ মাউশি/ব্যানবেইস এর ওয়েবসাইট এর সহায়তা লাভের বিষয় অবহিত করা। তথ্যের ধরণ অনুযায়ী ওয়েব সাইট নির্বাচনে সহায়তা। |
তথ্যের ধরণ অনুযায়ী ওয়েব সাইট হতে প্রয়োজনীয় কাগজপত্র ডাউন লোডের মাধ্যমে। |
প্রযোজ্য নয় |
তাৎক্ষণিক |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
২. |
উপজেলাধীন বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের পাঠ্যপুস্তক সরবরাহ |
উপজেলাধীন সরকারি-বেসরকারি বিদ্যালয়/মাদ্রাসা সমূহ হতে প্রতিবছর জানুয়ারি ২য় সপ্তাহের মধ্যেই পরবর্তী শিক্ষা বছরের পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস |
প্রযোজ্য নয় |
উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চাহিদা প্রেরণ নির্ধারিত সময় সীমার মধ্যে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত পাঠ্যপুসত্মক ডিসেম্বর মাসের ২য় সপ্তাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
৩. |
উপজেলাধীন বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণে প্রেরণ। |
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হতে প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের তালিকা নির্ধারিত তারিখের মধ্যেই সংগ্রহ |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে |
প্রযোজ্য নয় |
আবেদন প্রাপ্তির তারিখ হতে ৩(তিন) কর্মদিবস |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
৪. |
বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের অনলাইন এমপিও ভূক্তি,উচ্চতর স্কেল,নাম কর্তন অথবা পদ সৃষ্টি |
অন লাইনে প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে শিক্ষক-কর্মচারীদের এমপিও ভূক্তি/উচ্চতর স্কেল প্রাপ্তি/এমপিও সিট হতে নাম কর্তন/নতুন পদ সৃষ্টি অনলাইনে সম্পন্ন করা হয়। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে |
প্রযোজ্য নয় |
প্রতি জোড় মাসের ০৮(আট) তারিখের মধ্যে প্রাপ্ত আবেদন পরিপত্রের আলোকে যাচাই-বাছাই পূর্বক জোড় মাসের ১৪(চৌদ্দ) তারিখের মধ্যেই নিষ্পন্ন করণের লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অন লাইনে প্রেরণ করা হয়। |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com
|
৫. |
শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রমে অমত্মর্ভূক্তি করণ (মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও স্নাতক(সমমান পর্যায়) |
প্রকল্পের সাথে চুক্তি বদ্ধকরণে শিক্ষা প্রতিষ্ঠানকে চুক্তিপত্র সরবরাহ পূর্বক প্রকল্পের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপবৃত্তি সংক্রামত্ম আবেদন অন লাইনে সম্পন্ন করণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের লিখিত ও টেলিফোনে মৌখিক পরামর্শ প্রদান। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে |
প্রযোজ্য নয় |
প্রকল্পের নির্দেশনা অনুসরণে সময় নির্ধারণ করা হয়। |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
৬. |
জাতীয় অনুষ্ঠান সমূহ আয়োজন (শীত ও গ্রীষ্ম কালীন খেলা-ধুলা,জাতীয় শিক্ষা সপ্তাহ,সৃজনশীল মেধা অন্বেষণ,শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা, স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সহ জাতীয় দিবস সমূহ পালন) |
জাতীয় অনুষ্ঠান সমূহ আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই ই-মেইল এবং টেলিফোনের মাধ্যমে জ্ঞাত করা হয়। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে |
প্রযোজ্য নয় |
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্ধারণকৃত সময় সীমা |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
৭. |
শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যে কোন যৌক্তিক অভিযোগের তদন্ত |
ছাত্র/শিক্ষক/অভিভাবক অথবা উর্দ্ধতন কর্তৃপক্ষের লিখিত বা মৌখিক অভিযোগ প্রয়োজন অনুযায়ী সংশিস্নষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা পত্রের মাধ্যমে তথ্য উপাত্ত সহ উপজেলা কার্যালয়ে অভিযোগের তদমত্ম সম্পন্ন করা হয়। |
সংশিস্নষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে |
প্রযোজ্য নয় |
আবেদন প্রাপ্তির ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে। |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
৮. |
ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়ন |
প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে শিক্ষা মন্ত্রণালয়/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত মাল্টিমিডিয়া সামগ্রী সরবরাহ। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে |
প্রযোজ্য নয় |
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্ধারণকৃত সময় সীমা |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
৯. |
শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটি গঠন |
জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পত্রের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বোর্ড এর পরিপত্র অনুসরণে নির্বাচন পরিচালনা করা হয়। |
উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিস হতে |
প্রযোজ্য নয় |
সংশিস্নষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চলমান গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণের ৩০(ত্রিশ)দিন পূর্বে। |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
১০. |
শিক্ষার গুণগত মান উন্নয়ন |
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা যথাযথ অনুসরণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন পূর্বক প্রতিবেদন উর্দ্ধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে |
প্রযোজ্য নয় |
প্রতি মাসের পরিদর্শন প্রতিবেদন পরবর্তী মাসের ২(দুই)তারিখের মধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |
১১. |
প্রতিষ্ঠান প্রধান ,সহকারী প্রধান এবং কর্মচারী নিয়োগ
|
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণে নিযোগ বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন। |
সংশিস্নষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে |
প্রযোজ্য নয় |
প্রতিষ্ঠান হতে প্রাপ্ত আবেদিত তারিখে |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com |
১২. |
বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা |
শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদের ম্যানুয়েল অনুসরণে প্রতি ৩(তিন) মাস অন্তর মতবিনিময় সভার আয়োজন করা হয়। |
পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে |
প্রযোজ্য নয় |
নির্ধারিত তারিখ ই-মেইল টেলিফোনে প্রতিষ্ঠান প্রধঅনদের অবগত করা হয়। |
মোঃ মোতাহার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পবা, রাজশাহী। মোবাইল : ০১৭১২২১৮১৪৭ ফোন : ০২৫৮৮৮৭৯১৬৮, ই-মেইল : useopaba@gmail.com বিকল্প কর্মকর্তা : আয়েশা নাজনীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোবাইল: ০১৯২২৭৭৮৮৭৮ ফোন : ০২৫৮৮৮৭৯১৭৫, |