প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণির সকল শিক্ষা প্রতিষ্ঠানে (সমমানের সকল শিক্ষার্থী) অধ্যয়ণরত দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের দুর্ঘটনার গুরুত্ব বিবেচনায় ১০হাজার থেকে ৫০হাজার টাকা পর্যন্ত এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। অনুদান প্রাপ্তির জন্য শিক্ষার্থী চিকিৎসা অনুদান নির্দেশিকা, ২০২০-অনুসরণপূর্বক সরাসরি লিখিতভাবে আবেদনের মাধ্যমে অথবা http//:www.eservice.pmeat.gov.bd/medical/ এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হয়। প্রতি দুই মাস অন্তর চিকিৎসা অনুদান প্রদান বাছাই কমিটির অনুষ্ঠিত সভার মাধ্যমে উপযুক্ত শিক্ষার্থীদের অনুদান প্রদান করা হয়। সিস্টেমটি ব্যবহার করে অনলাইনে এ সংক্রান্ত আবদেন করার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অবহিত করার অনুরোধ করা হ’ল।
With thanks & kind regards
Mohammad Anwar Hossain Shohag
Assistant Director, Stipend (Associate Professor)
Prime Minister’s Education Assistance Trust
H # 44, R # 12/A, Dhanmondi, Dhaka-1209
Phone: 02-55000428
e-mail: ahshohagbcs22@gmail.com
Fax: 02-8191019 www.pmeat.gov.bd
WhatsApp: +8801711148588, Cell +8801711148588
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস